পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
চরভদ্রাসন থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো: সালাউদ্দিন পিপিএম।
আরো উপস্থিত ছিলেন, জনাব মো: আনোয়ার আলী মোল্লা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জনাব কাওসার বেপারী, চর ভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজাদ খান, গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো: ইয়াকুব আলী, চরঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান জনাব বদিউজ্জামান মৃধা বদু, যুবলীগের থানা সভাপতি জনাব মাহফুজুর রহমান মুরাদ, যুবলীগের সেক্রেটারি মো: খোকন মোল্লা সহ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখিত অতিথিদের বক্তব্যে প্রদান করেন এবং সভায় উপস্থিত ব্যক্তি সাধারণ তাদের মূল্যবান মতামত উন্মুক্তভাবে প্রকাশ করেন।
থানা এলাকায় যাতে চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং অপরাধ, চাঁদাবাজি, ভূমি দস্যুতা অপরাধ সংঘটিত না হয় এবং উল্লিখিত অপরাধ সমূহ প্রতিরোধে পুলিশি কার্যক্রম তুলে ধরা হয়। সর্বোপরি ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম নির্দেশনা মোতাবেক থানা এলাকায় পুলিশী সেবা জোড়দার করা হবে মর্মে সবাইকে আশ্বস্ত করা হয়। উক্ত সভায় সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং অগ্রিম ঈদ উল আযহা এর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।