০৯/০৬/২০২৪ ইং তারিখ জনাব মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা), পুলিশ সুপার, রেলওয়ে জেলা চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় এসএম শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ চট্টগ্রাম রেলওয়ে থানার নেতৃত্বে সঙ্গীয় এসআই/ তন্ময় ভট্টাচার্য্য, এসআই/ ফারুক হোসাইন সহ পাহাড়তলী, ফৌজদারহাট, বানু বাজার ও ভাটিয়ারী রেলওয়ে স্টেশন এবং তার আশ-পাশ এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ, রেললাইনের উপর দিয়ে হাঁটা,রেললাইনে আড্ডা দেয়া, রেললাইনের উপর মোবাইলে কথা না বলা, রেললাইনে হাঁটার সময় কানে হেডফোন না লাগানো, ট্রেনের ছাদে, ইঞ্জিনে, বাপারে ভ্রমণ না করার জন্য স্কুলের ছাত্র ও ছাত্রীদের শপথ করানো হয় এবং রেলওয়ে আইন সংক্রান্তে অবগত করানো হয় ও বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা করা হয়।
উক্ত সভায় পাহাড়তলী, ফৌজদারহাট, বানু বাজার ও ভাটিয়ারী এলাকার স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।