গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আল আমিন হত্যা কান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ২য় গেইটের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুর হাসান নাবিল, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাংগঠিক সম্পাদক মামুন হোসেন, পিয়াল আহম্মেদ কায়েস, প্রমূখ। এ সময় আলামিন হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের অতিলম্বে গ্রেফতার করে ফাসির আবেদন জানান।
উল্লেখ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজে এইচএসসি ২য় বর্ষেও শিক্ষার্থীদের র্যাগ ডে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম বাজানো কে কেন্দ্র করে গত বুধবার বিকালে ছাত্রলীগের দুই গ্রুপে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর রেশ ধরেই গত ৬ জুন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ সলগ্ন চন্দ্রা ডাইনকিনি মোড়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে আল আমিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আলামিন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণি শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন। আহত হয় আলামিনের সহযোগী কামরুল হাসান রবিন। এ ঘটনায় আল আমিনের বাবা মোতালেব হোসেন ওই দিনই বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।