টাঙ্গাইল

টাঙ্গাইলের চারটি টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহন চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে টাঙ্গাইলেরর বাসাইল, সখিপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়েছে। ভোট গ্রহন একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।

বুধবার (৫ জুন) সকালে সখিপুর উপজেলার যোগীরকোপা, ডাবাইল গোহাইল বাড়ি মাদ্রাসা কেন্দ্রেসহ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ডাবাইল গোহাইল বাড়ি মাদ্রাসা কেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ৯.২৪ ভাগ ভোট পড়েছে।

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এদেরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৯৪৬ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৩ টি।

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০ জন। এদেরমধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৬৩১ জন এবং মহিলা ভোটার ৭৬ হাজার ১৯৮ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮টি।

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থ প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এদেরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩২ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪ টি।

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতা নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৬০ জন। এদেরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ১০৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ২৫৪ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮২ টি।

Author

আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি

নাম আব্দুস সাত্তার। তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি মিশন নাইনটি নিউজের একজন বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker