বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে, ২৯ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ১৮ ভোট পেয়ে শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারেক কে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন গজারিয়া জেবুন্নেসা পাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন মজুমদার, ১৯ ভোট পেয়ে লিটন মজুমদার কে হারিয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন দাঁতমারা এবিজেড শিকদার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তৈয়ব।
রবিবার (০২ জুন) সকালে দাঁতমারা ইউপির হেয়াকো বনানী উচ্চবিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মো: জাকের হোসেন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রনজিৎ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, মির্জা বখতিয়ার উদ্দিন বকুল, আব্দুল বারেক, ইমাম উদ্দিন নুরী, নুরুল আলম, তপন কুমার পালিত, আব্দুল মমিন মজুমদার, শাহাজামাল মজুমদার, বাবু শঙ্কর চক্রবর্তী এবং দিলিপ দত্ত। অনুষ্ঠান শেষে অবসর প্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট এবং সম্মানি তুলে দেওয়া হয়।