কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলার অন্তর্গত আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১লা জুন অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখ তৌফিকুল ইসলাম তারিফ এবং যুগ্ম আহবায়ক মো: শামসুল আলম শামীমের যৌথ স্বাক্ষরিত উপজেলা ছাত্রলীগের প্যাডে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি পদে স্থান পেয়েছে মো: সোহাগ মিয়া, সহ-সভাপতি পদে মো: সজিব মিয়া, সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছে মো: ছারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছে সৌরভ মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সজিব দাসের নাম লিপিবদ্ধ হয়েছে।
২রা জুন উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখ তৌফিকুল ইসলাম তারিফ তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে তাদের স্বাক্ষরিত প্যাডের ফটো আপলোড করেন।