বেড়িবাঁধ ভেঙে কয়েকশো পরিবার পড়েছে বিপদে, আমরা কিছু চাইনা চাই বেড়িবাঁধ, কান্নায় বুক ভেসে গেল প্রতিটা মানুষের।
বাসিন্দারা বলেন, আমাদের জমি ভেসে যাচ্ছে এখন হয়ে গেছি ফকির, জায়গা নাই কোথায় থাকবো, আমরা কিছু করতে পারেনি, আমার বাবা বলেন, আমি মরলে নদীতে দাফন দিও, নয়তো নদীতে ফেলে দিও।
আমার চারটা ঘর ভেঙে গেছে, নদী ভাঙ্গনে আমরা নিঃস্ব হয়ে গেছি, দশকানি জমি বিলীন হয়ে গেছে, আমাদের ঘরের চারপাশে নদী, ঘরের সামনেই ছিল বড় বেড়িবাঁধ, পুরোপুরি ভেঙে যায়, বন্যায় সবকিছু হারিয়েছি।
নদীতে আমরা মাছ ধরে আমাদের সংসার চলে, কোন রকম জীবন চালাচ্ছি, আমাদের আর কিছুই চাই না এই বেড়িবাঁধ ঠিক করে দিন,
আমরা জেনেছি, যে স্কুল পথে যেতে পারছেন না মানুষ যেতে পারছেন না পানির কারণে, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, বাসিন্দারা জানান, বেশ কয়েকবার অফিসে যোগাযোগ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন কিছুই তাদের থেকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আমরা কাগজ পাঠিয়েছি ঢাকায় কিন্তু সেখান থেকেও কোন উত্তর পাওয়া যায় নি, এখানে যে ব্লক সেটি পাস এখনো হচ্ছে না,
বাসিন্দারা আরো জানান, যে আমরা কিছুই চাই না আমাদের জমি ভেসে গেছে আমরা এখন একটু ঠাঁই পাওয়ার জন্য চাই বেড়িবাঁধ সরকারের কাছে অকুল আবেদন জানাচ্ছি।