কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিজয়ী নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড: আকম মোজাম্মেল হক এমপিকে গণ সংবর্ধনা দিয়েছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদুৎ জোড়া পাম্প এলাকায় ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত গণ সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সভাপতি আলহাজ্ব মুরাদ কবির, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক হাজী হারিউজ্জামান খান, পৌর তাঁতী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফি সহ আ’লীগের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকে গাজীপুর-১ আসনে বিজয়ী প্রার্থী আলহাজ এ্যাড: আকম মোজাম্মেল হক এমপি উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশাল গন সংবর্ধনা দেয়া হয়।