পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ফ্লাইওভার এর পূর্ব পাশে অজ্ঞাতনামা (২৪) যুবককে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান কে বা কারা অজ্ঞাতনামা ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে নিহতের পরিচয় ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে ।