স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘ঈগল পাখি’ মার্কা প্রচারণায় বিশাল এক মিছিল নিয়ে গণসংযোগ করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পিংনা প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে গরু হাট সংলগ্ন চত্তরে এসে এক পথসভায় মিলিত হয়।
পিংনা ইউনিয়নে মুরাদ হাসান সর্মথকদের আয়োজনে নির্বাচনি প্রচারণা মিছিলে পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক সেলিম আল-মামুন, যুগ্ন-সম্পাদক রেজাউল হক সজনু সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ, ছাত্রলীগ এবং ইউনিয়নে বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ-সময় প্রচারণা বক্তব্যে সমর্থকরা বলেন, ‘সরিষাবাড়ীর উন্নয়ন অব্যাহত রাখতে মুরাদ হাসানের বিকল্প আর কিছু নেই। আগামী দ্বাদশ নির্বাচনে আলহাজ্ব ডা: মুরাদ হাসানকে ঈগল পাখি মার্কায় ভোট জয়যুক্ত করে সংসদে যাওয়ার সুযোগ করে দিবো। তাই ঈগল মার্কা প্রতীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে।