পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে আপন মেয়েকে ছুড়িকাঘাতে হত্যা করে আত্মহত্যার চেষ্ঠা করলেন আপত পিতা। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকার চান মিয়ার বাড়িতে।
নিহত কিশোরী হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ইয়াসমীন আক্তার বৃষ্টি (১৪)। এ ঘটনায় পিতা বুলু মিয়া (৪০) তার নিজ শরীরে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করেন।
ঘাতক পিতা হলেন, একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে। সে উপজেলার হরিনহাটি এলাকার নিজ শশুড় চান মিয়ার বাড়িতে থাকতেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী সুমা আক্তারের সাথে জগড়া হয়। এসময় জগড়া করতে নিষেধ করে বৃষ্টি। জগড়ার এক ফাঁকে হাতে থাকা ছুড়ি দিয়ে নিজ মেয়ের গলায় আঘাত করে ওই পাষন্ড পিতা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করে ও বুলু মিয়ার অবস্থা বেগতিক দেখে তাকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক পিতা বর্তমানে পুলিশের নজরদারিতে মির্জাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালিয়াকৈর থানার এস এই মনিরুজ্জামান পিপিএম জানান, এ ঘটনায় লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।