ফুটবল

বলিভিয়াকে উড়িয়ে দিল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা

আরও একবার অসাধারণ নৈপুণ্য দেখালেন অধিনায়ক লিওনেল মেসি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিলেন তিনি।

শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড মেসি।

হ্যাটট্রিকের পথে ৩৪ বছর বয়সী মেসি গড়েছেন অনবদ্য এক রেকর্ড। পেলেকে টপকে দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির নামের পাশে রয়েছে ৭৯ গোল। ব্রাজিলের সাবেক তারকা পেলে গোল করেছিলেন ৭৭টি।

গত জুলাইতে কোপা আমেরিকার শিরোপা জেতার পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে দর্শকদের সামনে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। উৎসবমুখর পরিবেশে গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের সামনে তারা দেখায় দাপুটে পারফরম্যান্স।

পুরো ম্যাচে বলিভিয়াকে কোণঠাসা করে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৭১ শতাংশ সময়ে তাদের পায়ে ছিল বল। গোলমুখে মোট ২৪টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে সাতটি। অন্যদিকে, সফরকারীদের সাতটি শটের তিনটি ছিল লক্ষ্যে।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আর্জেন্টিনা। ১৪তম মিনিটে সফলতাও পেয়ে যায় তারা। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের চোখ ধাঁধানো শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পে কোনো সুযোগই পাননি বল আটকানোর।

সাত মিনিট পর আনহেল দি মারিয়ার প্রচেষ্টা সহজেই প্রতিহত করেন লাম্পে। ২৭ তম মিনিটে তার পাসে জালে বল পাঠিয়েছিলেন লাউতারো মার্তিনেজ। কিন্তু তিনি অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি।

৪৩তম মিনিটে দি মারিয়ার পাসে ডি-বক্সের ভেতর থেকে মেসির কোণাকুণি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়েনি আর্জেন্টিনার। দুই মিনিট পর অবশ্য বিপদে পড়তে পারত তারা। রদ্রিগো দে পলের ব্যাকপাস থেকে বল পেয়েছিলেন হেনরি ভাকা। কিন্তু উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।

বিরতির পরও একই ঢঙে খেলতে থাকে আলবিসেলেস্তেরা। ৪৯তম মিনিটে লেয়ান্দ্রো পারেদেসের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লাম্পে। ৬১তম মিনিটে বলিভিয়ার রক্ষণভাগকে নাচিয়ে একাই আক্রমণে উঠে মেসি যে শট নেন, তা চলে যায় পোস্ট ঘেঁষে।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনাকে চালকের আসনে বসিয়ে দেন মেসি। মার্তিনেজের সঙ্গে বল আদান-প্রদান করে ডি-বক্সে ঢুকে নিশানা ভেদ করেন তিনি। তার বাঁ পায়ের প্রথম শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে ফেরার পর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

পেলেকে পেছনে ফেলার পর ৮৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। হোয়াকিন কোরেয়ার জোরালো শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন। খুব কাছ থেকে আলগা বল সহজেই জালে পাঠান মেসি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দুইয়ে। আট ম্যাচে তাদের অর্জন ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker