পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় পানি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের সাত সদস্য অসুস্থ হয়েছেন। এ ঘটনায় অসুস্থ ঐ পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের শারিরিক অবস্থা অবনতি হলে তাদেরকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে রেফারড করেন কর্তব্যরত চিকিৎসক।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ীয়া নাজিরবহ জানাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলেন, সূর্বনা আক্তার (১৮) ও তার স্বামী মুখলেছুর রহমান (৩০), খাদিজা বেগম (৪৫) ও তার স্বামী আবুল কালাম (৫০), ও তাদের সন্তান সাদিয়া আক্তার (২০), সাথী আক্তার (১৮) ও আবুল কালামের শাশুড়ী শাহিদা বানু (৬৫)।
এ ঘটনায় অসুস্থ মুখলেছুর রহমানের শশুর সাইফুল ইসলাম জানান সকালে ৮ টার দিকে আমার মেয়ে সুবর্ণা খিচুরী রান্না করে সে খিচুরী নাস্তা পরিবারের সদস্যরা খাবার পরেই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়। তাছাড়া বাড়িতে থাকা পানির টেংকিতে সাদা সাদা পাওডারের দানা পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি রাতের যে কোন সময় ঐ পানিতে কেউ বিষাক্ত কেমিকেল মিশিয়ে দিতে পারে। আর সে জন্যই সেই পানির রান্না করা খাবার খেয়ে সবাই আহত হয়েছেন। তবে কারা করেছে আমাদেও জানা নেই। এ ঘটনার পর থেকেই সারা গ্রামে আত্ঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় ফুলবাড়ীয়া ফাঁড়ী ইনর্চাজ সোহেল মোল্লা জানান, এ ধরনের কোন ঘটনার খবর আমরা পাইনি, তবে বিষয়টি খোঁজ খবর নিচ্ছি আমরা।