পুনম শাহরিয়ার ঋতু, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে গাঁজাসহ সোহেল রানা (কারারক্ষী নং-১৪৩৩৫) নামের এক কারারক্ষীর দেহ তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাজাঁ সহ আটক করেছে কারা কতৃপক্ষ।
আটকৃত সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের হিকমত আলীর ছেলে।
কারা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টা সময় কারারক্ষী সোহেল রানা ডিউটিতে যাওয়ার সময় গেইটে কর্তব্যরত কারারক্ষী তার দেহ তল্লাশি করার সময় তার পায়ের মোজার ভিতর হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে কারা কতৃপক্ষ।
কারা কর্তৃপক্ষকে গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কারারক্ষী জানায়, সে ভিতরে বন্দিদের দেওয়ার জন্য গাঁজা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিল। পরবর্তীতে আটককৃত ব্যক্তির তথ্যমতে কারা কর্তৃপক্ষ তার ব্যারাকে থাকা ট্রাংকের ভিতর থেকে আরো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
পরে বিষয়টি কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ রাত দশটা সময় গাঁজা আটককৃত ব্যাক্তিসহ থানায় নিয়ে যায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দিন ফারুক জানান, এঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।