আব্দুস সাত্তার, প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলে নানা আয়োজনের পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। হানাদার মুক্ত দিবস উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে সোমবার সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিনের কর্মসুচির উদ্বোধন করেন। এর পর একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংষদ সদস্য ছানোয়ার হোসেন, পৌর মেয়র সিরাজুল হক আলমগীরসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
বিকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে ১১ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।