পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে ভাড়া বাড়ির ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় বীরেন্দ্রনাথ রায় (৩৮) নামের হিন্দু যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সে ঐ এলাকার রুমা আক্তারের বাসার বাড়াটিয়া।
নিহত যুবক হলেন, নীলফামারী সদর উপজেলার খুখসাবাড়ী এলাকার মৃত কান্দোনাথ রায় এর ছেলে।
পুলিশ ও বাড়ীর মালিক সূত্রে জানা যায়,নিহত বীরেন্দ্রনাথ রায় সোমবার জামালপুর চৌরাস্তা এলাকার রুমা আক্তারের বাড়িতে গিয়ে দুটি রুম ভাড়া নিয়ে নীলফামারী ডেপরডাঙ্গার লিয়াকত আলীর মেয়ে মোসা: আলিফা আক্তার (৩০) ও তার ছোট বোনকে নিয়ে ওই বাসায় ওঠেন। মঙ্গলবার সকালবেলা বীরেন্দ্রনাথ রায়কে রুমের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে বাড়িওয়ালা রুমা আক্তার এলাকাবাসীর সহযোগিতায় পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত যুবকের লাশটি উদ্ধার করেন।
প্রেমিকা-আলিফা আক্তার বলেন, মোবাইল ফোনে বীরেন্দ্রনাথ রায়ের সাথে আমার পরিচয় এবং একপর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাই আমি তাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে চলে আসি তার কাছে। কিন্তু সে যে হিন্দু আমি জানতাম না। গতকাল যখন জানতে পেরেছি সে হিন্দু। পরে আমি তাকে বিয়ে করতে অস্বীকার করি। তারপর এক পর্যায়ে আমরা যার যার রুমে শুয়ে পরি। কিন্তু সকালবেলা উঠে দেখি তিনি তার রুমে ফাঁস দিয়ে ঝুলে আছেন।
মৌচাক ফাঁড়ির এসআই রফিক বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি এটি আত্মহত্যা তাই একটি অপমৃত্যুর মামলা করা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নতন্ত্রের রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।