বেনাপোল

কেন্দ্রে পৌঁছাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জাম : কাল বেনাপোল পৌরসভা নির্বাচন

মো: ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার নির্বাচনের সকল প্রস্তুতি শেষের পথে। ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্যান্য সব সরঞ্জাম। প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সংগ্রহ করছেন এসব উপকরণ। সোমবার (১৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে চলছে প্রতিটি কেন্দ্রে এসব জিনিসপত্র সংগ্রহের কাজ।  ভোট কেন্দ্রে পৌছে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ সকল সরঞ্জাম। প্রতি কেন্দ্রের প্রিজাউডিং কর্মকর্তারা সংগ্রহ করছেন এসব উপকরন।

শার্শা উপজেলা নির্বাচন কমিশন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, আগামীকাল সোমবার বেনাপোল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্য করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোন অপৃতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রতিটি কেন্দ্রে আনসার, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষনিক টহলে থাকবে র‌্যাব। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিটেট থকিবেন নির্বাচন পর্যবেক্ষন করার জন্য। ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ সকল সরঞ্জাম। বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। মোট ভোটার ৩০ হাজার ৩৮৫ জন।  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বেনাপোলে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker