পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় রাতের অন্ধকারে জুলহাস মিয়া (২৬) নামের র্গামেন্স শ্রমিকের পথরোধ করে বেতনের ১২০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার উত্তর বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। জুলহাস মিয়া হলেন উপজেলার বক্তারপুর এলাকার মো: ইউসুফ আলীর ছেলে সে স্থানীয় ইকোনিটস কারখানার শ্রমিক।
অভিযুক্তরা হলেন, একই উপজেলার কালামপুর পাচলক্ষি এলাকার সিদ্দিক মিয়ার ছেলে হৃদয় হোসেন (২৩) ও অজ্ঞাতনামা একজন। এ ঘটনায় জুলহাস মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভোক্তভুগী ও থানার অভিযোগ সূত্রে জানাজায় গতকাল বুধবার রাত সোয়া আটটার দিকে কারখানা ছুটির শেষে বেতনের ১২০০০ টাকা সাথে নিয়ে বাসায় ফিরছিলেন জুলহাস মিয়া এদিকে বক্তারপুর এলাকার র্মাকাস মসজিদের সামনে ফাকা সড়কে পৌছালে আগে থেকে উৎপেতে থাকা হৃদয় ও অজ্ঞাতনামা আরেকজন জুলহাসের পথরোধ করে এসময় জোর করে পকেটে থাকা টাকা নিতে চাইলে জুলহাস বাধা দিলে হৃদয় তাকে লাঠিসোঠা দিয়ে ফুলা জখম করে জুলহাসের পকেটে থাকা ১২০০০ টাকা ছিনিয়ে নেয়। এসময় ভোক্তভুগীর ডাক চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত মটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হৃদয় ও তার সহযোগী। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে জুলহাসকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ভোক্তভোগী জুলহাস বলেন, আমি গতকাল রাতে সোয়া আটটার দিকে বাসায় ফিরছিলাম মার্কাস মসজিদের সামনে আসলে হৃদয় আমাকে দাড়াতে বলে সে আমার পরিচিত বলে তার ডাক শুনে দাড়াই কিন্তুু কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে তার সাথে থাকা অজ্ঞাতনামা ব্যক্তি মাথায় আঘাত করে আমি মাটিতে পরে গেলে পিছনে দাড়ালো ছুড়ি ঠেকিয়ে বলে পকেটে যা আছে সব দিয়ে দিতে বলে। আমি দিতে অশ্বিকার করলে আমাকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আমি গতকাল রাতেই পুলিশকে ফোন করে বিষয়টি অবগত করি পরে আজকে সকালে গিয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছি। হৃদয়ের সাথে আমার কোন পূর্ব শত্রুতা নেই।
এ ঘটনায় কালিয়াকৈর থানা ডিউটি অফিসার শওকত জানান বিষয়টি আমার জানা নেই তবে খোজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।