
রাজকুমার হিরানী পরিচালিত বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। আমির খান, আর মাধবন, শারমান জোশী, কারিনা কাপুর, বোমান ইরানী অভিনীত সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়।
তারপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। কিন্তু গেল কয়েক মাস ধরেই চর্চায় ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল। গুঞ্জন উড়ছে নির্মাণ হতে পারে সিনেমাটির আরও সিক্যুয়েল।
তবে জনপ্রিয় এই সিনেমার সিক্যুয়েল কি আসলেই তৈরি হবে? সেই প্রশ্ন নিয়েই জল্পনা এখন তুঙ্গে। সম্প্রতি ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন সিনেমাটির অভিনেতা শারমান।
এ বিষয়ে অভিনেতা জানান, দ্বিতীয় পর্বের গল্প নিয়ে বেশ কিছু চিন্তা-ভাবনা আছে তাদের।
শারমান আরও বলেন, আমরা এর আগেও চিন্তা-ভাবনা করেছি। একাধিকবার বিষয়টি আলোচনাও করেছি। আসলে রাজকুমার হিরানী শুধুমাত্র সিক্যুয়েল বানানোর জন্যই ‘থ্রি ইডিয়টস টু’ বানাতে চান না। এর আগেও তিনি সফলভাবে সিক্যুয়েল বানিয়েছেন। গল্পটাই সেখানে প্রাধান্য পায়। গুণগত মান নিয়ে একেবারেই আপস করতে চান না নির্মাতা। আমরা আশা করছি, একবার গল্পটা চূড়ান্ত হয়ে গেলেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।
চলতি বছরের মার্চে নিজের একটি সিনেমার প্রচারণায় আমির খান এবং আর মাধবনকে সঙ্গে নিয়ে একটি ভিডিও শুট করেছিলেন শারমান। সেই ভিডিও থেকেই নানান জল্পনা-কল্পনা শুরু হয় ‘থ্রি ইডিয়টস টু’ নির্মান নিয়ে।
এরপর শারমানকে জবাব দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করেন কারিনা ও বোমান ইরানীও।
‘থ্রি ইডিয়টস’ মুক্তি পাওয়ার এতো বছর পরেও সিনেমার তারকাদের সমীকরণ দেখে আরও উৎসাহী হন দর্শক ও অনুরাগীরা। এখন দেখার অপেক্ষা নির্মাতা রাজকুমার হিরানী কবে নাগাদ সিনেমাটির কাজ শুরু করেন।