
শাকিবকে টেক্কা দিতে চাইলে অন্য কিছু করতে হবে তার ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলে তাঁকে টেক্কা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কবি ও সাহিত্যিক ব্রাত্য রাইসু।
রাইসু কাউকে চেনেন না, এমন একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত রয়েছে। সেখান থেকে শাকিব খানের ‘অভিনয়ের উচ্চতা’ নিয়ে কথা বলায় অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকেই অবশ্য রাইসুর মন্তব্য বাক্সে এই নিয়ে প্রতিক্রিয়াও জানাচ্ছেন।
রাইসু বলেন, ‘নায়ক শাকিব খান সাহেবরে টেক্কা দিতে চাইলে অন্য কিছু করতে হবে। ওনার বউ-বাচ্চার কথা উনি প্রকাশ করছেন না লুকাইছেন সেই আলাপের বেইল নাই। ওনার প্রাইভেসি রক্ষার দায়িত্ব ওনারই। বউ তালাক দেওয়া ও নতুন কাউরে নিয়া ঘর করা ও আবার আলাদা হওয়া এগুলো ব্যাপার না। মানুষের যা ইচ্ছা করে না তা কেন সে করে না— এই জবরদস্তি ফিউডাল জবরদস্তি।’
আফরান নিশো প্রসঙ্গে ব্রাত্য রাইসু বলেন, ‘নায়ক আফরান নিশো সাহেব নতুন আসছেন সিনেমার লাইনে। তাই শাকিব খানরে ডাউন কইরা কথা বলাটা তার পেশাগত চাহিদা। এইটা তিনি চাইতেই পারেন। খারাপ কিছু না। তবে এই লাইনে শাকিব সাহেবের অভিনয় লইয়া কথা বলাটা বেটার হইত। ওনার প্রাইভেসি লইয়া টানাটানি ভালো দেখায় না।’
তিনি বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে ভার্সেটিলিটি বা বহুমাত্রিকতা বড় গুণ। সেইটা অনেকের মধ্যেই নাই। তাই তারা একটা লুক দিয়া অভিনয় সারতে চান। লুক বা অ্যাটিচিউড না, বরং চরিত্রের মধ্যে ঢুইকা যাওয়া দরকার। তা কেমন হইতেছে? পরিচালক ও অভিনেতাদের সঙ্গে সঙ্গে দর্শকরাও তা নির্ধারণ করবেন বৈকি।’
আফরান নিশো গণমাধ্যমে গতকাল একটি মন্তব্য করেছেন, যেটিকে অনেকেই শাকিবকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন।