মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
গ্রামে শিক্ষক পরিবারে বড় হওয়া ছেলেটা ছোট বেলা থেকেই ভ্রমণপিপাসু মন, ধীরে ধীরে ঘুরতে ঘুরতে স্বপ্ন দেখা শুরু করে পুরো দেশ ঘুরে দেখার। প্রতিটি জেলার ইতিহাস ঐতিহ্য জানার। স্বপ্নের পথে গুটিগুটি পায়ে এগিয়ে যাবার চেষ্টা। অবশেষে প্রায় বছর পাঁচেক পর সবগুলো জেলাতে পা রাখার সুযোগ হয়েছে তার।রাফা নোমান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ছেলে।
জানা গেছে,কিছুদিন চাকরি বা প্রজেক্ট এ কাজ করে কিছু টাকা জমা হলেই অ-দেখা কোন জেলার ইতিহাস জানতে ডুব দিতো রাফা নোমান।
রাফা নোমান বলেন, ঘোরাঘুরির জন্য হিসেব করে টাকা খরচ করে চলতে হয়েছে তাকে। এর জন্য অবশ্য কৃপণ শব্দটাও শুনতে হয়েছে বেশ কয়েকবার। অনেক বার মানুষ এটা সেটা ঘোরাঘুরি নিয়ে হাসি টাট্টা করেছে।কিন্তু নিজের স্বপ্নের জন্য এগুলা কিছুই না। পরিবার থেকে প্রথম দিকে ঘুরতে যেতে নিষেধ করলেও পরে এসে বেশ সাপোর্টই দিত তার পরিবার।
রাফা নোমান আরও বলেন” আমরা প্রতিনিয়ত অন্য দেশকে যেভাবে উপস্থাপন করি কিন্তু নিজের দেশের কাছে আমাদের বুদ্ধিবৃত্তি উপস্থাপনের ঝুলি কেমন জানি ফিকে হয়ে যায়। বলছি না যে বিদেশ যাবেন না। আমারো যাবার শখ। কিন্তু নিজের দেশটা আগে অন্তত একবার দেখার চেষ্টা করুন। একবার উজাড় করে দেশকে মেলে ধরুন। কথা দিচ্ছি হতাশ হবেন না।