আব্দুস সাত্তার,প্রতিনিধি,টাঙ্গাইল:
‘যুক্তিতেই মুক্তি’ এই গানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯টি কলেজ অংশগ্রহণ করছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী। জনসংখ্যা সমস্যায়ই বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পক্ষে যমুনা কলেজ, হাতিয়া ও বিপক্ষে লুৎফর রহমান মতিন মহিলা কলেজের শিক্ষার্থীরা জয় লাভ করে। এ প্রতিযোগিতায় মোট ৯টি কলেজ অংশগ্রহণ করে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইনের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী,ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ ভূইয়া প্রমুখ।