বিনোদন

ব্লকবাস্টার! দর্শকদের প্রশংসায় ‘টাইগার ৩’

মুক্তি পেয়ে গেল মেগাস্টার সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’। আর যেমনটা প্রত্যাশা ছিল, দর্শক চাহিদাও পূরণ করতে পেরেছে সিনেমাটি। অন্তত দর্শকদের প্রতিক্রিয়া সেটাই জানাচ্ছে। সিনেমাটি দেখে এককথায় দুর্দান্ত রিভিউ দিচ্ছেন অধিকাংশ দর্শক।

সামাজিক মাধ্যমে চলছে একের পর এক পর্যালোচনা। মতামত ব্যক্ত করছেন সিনেমা বিশ্লেষকরাও। তাদের মতে, দীপাবলির দারুণ উপহার দিয়েছেন সালমান খান। বেশিরভাগ দর্শকদের মতে, বছরের অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে সিনেমাটি।

যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের পঞ্চম চলচ্চিত্র এটি। টাইগার ফ্র্যাঞ্চাইজি দিয়েই এই মহাবিশ্বের রচণা করেন যশরাজ ফিল্মস। আর একে একে এই মহাবিশ্বের সঙ্গী হন কবির হৃতিক ও পাঠান শাহরুখ। সঙ্গে আছেন টাইগার সালমান।

বলিউডের সবচেয়ে বড় ও সফল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশাও ছিল তুঙ্গে। তার ওপরে টাইগার-জোয়ার জনপ্রিয় রসায়ন। আর এবার খলনায়কের ভূমিকায় অবতীর্ণ বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। সব মিলিয়ে ধুন্ধুমার এক অ্যাকশন প্যাকড ধামাকারই ইঙ্গিত দিয়েছিল ‘টাইগার ৩’ যা সফলভাবে চিত্রায়িত করতে পেরেছে। 

সালমান খান এবং ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন।

কারো মতে, আগের ৪টি গুপ্তচর সিনেমার চেয়ে ভাল গল্প এটির। কারো কারো মতে, গল্পের বিন্যাস বেশ ভালো। অভিনয়ও দারুণ। অ্যাকশন তো কাঁপিয়ে দিয়েছে একদম। কেউ কেউ বলছেন, টাইগার ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে পারফেক্ট সিনেমা এটিই। কেউ কেউ শাহরুখ খানের ক্যামিওর প্রশংসা করে বলছেন, পাঠানের সঙ্গে টাইগারের দৃশ্য ছিল সিনেমাটির প্রাণ। এক কথায় অনবদ্য। 

কিছু দর্শক অবশ্য সমালোচনার পথও বেছে নিয়েছেন। শাহরুখ খানের ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর সঙ্গে তুলনা করে বলছেন, ‘টাইগার ৩’ শুধুই অ্যাকশন ধামাকা। একজন ব্যক্তির শো (সালমান খান)। আর কিছু নেই এতে।

এদিকে ভারতীয় সিনেমা বিশ্লেষকরাও টাইগার ৩ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটির ৪ রেটিং দিয়ে জানান, এক কথায় স্ম্যাশ হিট। বাঘের গর্জন ফিরে এসেছে। সবচেয়ে বড় ধামাকা এই দীপাবলিতে। চমৎকার দ্বিতীয়ার্ধ, কঠিন অ্যাকশন, দুর্দান্ত ক্যামিও এবং অবশ্যই একজন হিংস্র টাইগার সালমান খান।

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হৃতিক রোশনও থাকছেন ‘টাইগার ৩’-এ।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker