পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সড়ক পারাপারের সময় কিতাব আলী খান (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন উপজেলার ফুলবাড়িয়া জাথালিয়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় চন্দ্রাগামী একটি অজ্ঞাত নামা পিকাপভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধেও মৃত্যু হয়। এ ঘটনায় পিকাপভ্যানটিকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর কোনাবাড়ী হাইওয়ে থানার ইনচার্জ মো: শাহদাত হোসেন জানান সন্ধ্যার দিকে সড়ক র্দূঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি ।নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।