আব্দুস সাত্তার,প্রতিনিধি,টাঙ্গাইল:
বিষ্ফোরণ ও নাশকতা মামলার এজাহারভ‚ক্ত আসামী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরে বেপারী পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান,গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিস্ফোরক-নাশকতা ও পুলিশ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি ফরহাদ ইকবালকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শহরের বেপারী পাড়া এলাকা থেকে করা হয় হয়েছে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।