মুম্বাই থেকে দুপুরের ফ্লাইট কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল। নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলের হোটেল চেক ইনের সময় সন্ধ্যাও নেমে গেছে। এমন সময়ই ফোনে সাকিব আল হাসানের ঢাকায় অনুশীলন সেশনের কথা শুনে যে প্রতিক্রিয়া দেখালেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, তাতে মনে হওয়া স্বাভাবিক যে পুরো দলই বিষয়টি নিয়ে অন্ধকারে আছে, ‘তাই নাকি? সাকিব তো ব্যক্তিগত কারণে দেশে গিয়েছে বলে আমরা জানি।’
অন্তত কোচের কাছ থেকে সে কথা বলেই সাকিব দুই দিনের ছুটি পেয়েছেন বলে জানালেন মাহমুদ, ‘যেহেতু ভালো ব্যাটিং করছে না, তাই ফাহিম (নাজমুল আবেদীন) ভাইয়ের কাছে গিয়ে থাকতে পারে।
আমাদের তা জানা নেই। আজ ভ্রমণ ও বিশ্রামের দিন। আগামীকালও ঐচ্ছিক অনুশীলন। তাই ওকে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।
কোচ ছুটি দিয়েছে। ও বলেছে যে ব্যক্তিগত কারণে ওকে একটু ঢাকায় যেতে হবে। আমরা ব্যক্তিগত কারণ বলেই জানি।’
ব্যক্তিগত আলাপে নিজের ব্যাটিং নিয়ে সাকিবের হতাশার কথা অবশ্য শুনেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর।
আর ছোটবেলার কোচের কাছে অনুশীলন করার বিষয়টিকেও খারাপ চোখে দেখতে চাইলেন না মাহমুদ, ‘‘ও অবশ্য আমাকে কয়েকদিন ধরেই বলছিল যে, ‘ব্যাটিং ভালো হচ্ছে না। ব্যাটিংয়ের সময় আমার মাথাও নড়ছে। তাছাড়া মানসিকভাবেও আপসেট আছি। ভালোও খেলছি না। দুই দিনের জন্য ঢাকায় গেলে ভালো হয়।
’ আমি ওকে বলেছি, ‘কোচ যদি তোকে ছুটি দেয়, তাহলে যা।’ তাছাড়া সাকিব তো বাচ্চা ছেলেও না। আমরাও অনুর্ধ্ব-১৯ দল চালাচ্ছি না। সাকিব সবচেয়ে পরিণত ছেলে। আর ও যদি ঢাকায় গিয়ে মনে করে অনুশীলন করা দরকার, সেটি ভালোর জন্যই করছে। ও ব্যর্থ হচ্ছে কেন, সেটি খোঁজার চেষ্টা করে থাকলে দলের তাতে কোনো সমস্যা নেই।’’