বিনোদন
Mission 90 News
Send an email
অক্টোবর ২৫, ২০২৩সর্বশেষ আপডেট অক্টোবর ২৫, ২০২৩
কোক স্টুডিওর কনসার্টে গাইবেন জেমস
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এতে গাইবেন কোক স্টুডিও সিজন-২-এর সব শিল্পী। ‘সারপ্রাইজ’ হিসেবে থাকবেন নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমসসহ কয়েকজন শিল্পী। অতিথি শিল্পী হয়ে তাঁরা কোক স্টুডিওর সঙ্গে যুক্ত হবেন।
এবারের কনসার্টে গান করবেন শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, মেঘদল, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। তৃতীয় আসরের প্রস্তুতি নিচ্ছে ‘কোক স্টুডিও বাংলা’ কর্তৃপক্ষ। এর আগে দ্বিতীয় সিজনের শিল্পীদের নিয়ে হবে এই কনসার্ট।
Author
সম্পর্কিত সংবাদ