অষ্টমবারের চেষ্টায় ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম রূপকথার গল্প লিখেছিল আফগানরা। কয়েক দিনের ব্যবধানে আরেক সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে রূপকথা চলমান রেখেছে তাঁরা।
পাকিস্তানের বিপক্ষে এই জয় ‘দারুণ স্বাদ’-এর মতো লাগছে আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শাহিদির কাছে।
পাকিস্তানের ২৮২ রান রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ওয়ানডেতে টানা সাত ম্যাচ হেরে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলো তারা। শুরুর দুই ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচ হারল পাকিস্তান।
১৩০ রানের উদ্বোধনী জুটি গড়ে জয়ের রাস্তা তৈরি করে দেন এ দুজন। ৫৩ বলে ৯টি চার এবং ১ ছক্কায় ৬৫ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করে শাহিন শাহ আফ্রিদির বলে গুরবাজের আউটে ভাঙে এই জুটি। গুরবাজ ফিরলেও সঙ্গী হিসেবে ইব্রাহিম পাশে পেয়ে যান রহমত শাহকে।
দ্বিতীয় উইকেটে রহমতের সঙ্গে ৬০ রান যোগ করে আফগানদের জয়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দেন ইব্রাহিম।
হাসান আলীর বলে আউট হওয়ার আগে ১১৩ বলে ১০টি চারে ৮৭ রান করেন ইব্রাহিম। হাফসেঞ্চুরি করেছেন রহমত শাহও। তৃতীয় উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গে হাফসেঞ্চুরির জুটিতে জয়টা আরো নাগালে চলে আসে আফগানিস্তানের।
ম্যাচের পর এমন জয় নিয়ে কথা বলতে এসে হাশমত উল্লাহ বলেছেন, “পাকিস্তানের বিপক্ষে একটি জয় ‘দারুণ স্বাদ’-এর মতো।
দ্বিতীয় উইকেটে রহমতের সঙ্গে ৬০ রান যোগ করে আফগানদের জয়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দেন ইব্রাহিম।
হাসান আলীর বলে আউট হওয়ার আগে ১১৩ বলে ১০টি চারে ৮৭ রান করেন ইব্রাহিম। হাফসেঞ্চুরি করেছেন রহমত শাহও। তৃতীয় উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গে হাফসেঞ্চুরির জুটিতে জয়টা আরো নাগালে চলে আসে আফগানিস্তানের।
ম্যাচের পর এমন জয় নিয়ে কথা বলতে এসে হাশমত উল্লাহ বলেছেন, “পাকিস্তানের বিপক্ষে একটি জয় ‘দারুণ স্বাদ’-এর মতো।