ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তৃতীয় বারের মতো বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বলে জানিয়েছে এ অভিনেতার পরিবার। এদিন সন্ধ্যায় প্রকাশ পেল তার বিয়ের বেশ কয়েকটি ছবি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্বর তৃতীয় বিয়ের ছবি প্রকাশিত হওয়া মাত্রই মুহূর্তে তা ছড়িয়ে যায়। বেশ কয়েকটি ছবিতে অপূর্ব ও শাম্মাকে বাঙালি বর-কনের ঐতিহ্যবাহী পোশাকেই দেখা গেছে।
বৃহস্পতিবার রাতে বিয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে ভক্ত ও সকলের কাছে দোয়া চেয়েছেন অপূর্ব।
ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, আমার সমস্ত ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের আমি আনন্দের সাথে জানাচ্ছি, আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান, আমার স্ত্রী, তাকে নিয়েই আমার এই যাত্রা।
আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার এবং শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন।
আমার এবং আয়াশের মায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এ বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সাথে আলাপেও গেছি। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবন পথ বেছে নিয়েছি।
তবে আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা
আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভকামনায় রাখবেন।
ভালোবাসা রইল…’