পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার নিশ্চিন্তপুর এলাকায় শনিবার (২৪জুন) দুপুরে কারখানা খুলে দেয়া ও চলতি মাসের বকেয়া বেতনসহ বোনাসের দাবিতে ঢাকা – টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এমএসএ স্পিনিং মিলস্ কারখানার শ্রমিকরা। বিক্ষোব্ধ এসময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানান, গত ৩১মে উপজেলার আন্দারমানিক এলাকার এমএসএ স্পিনিং কারখানার শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাংচুড় করে শ্রমিকরা। এ সময় নিখোঁজ হওয়া সহকর্মীরা সন্ধান চায় তারা। পরে কারখানা কতৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিলে এক মাসে কয়েকবার কারখানা খুলে দেয়ার দাবী জানায় শ্রমিকরা। অপরদিকে শনিবার সকালে শ্রমিকদের বোনাস দেয়ার কথা বলে কারখানায় আসতে বলে শ্রমিক ফেডারেশনের নেতারা।
এদিকে দুপুর বেলা পর্যন্ত কারখানার মূল ফটকে অপেক্ষা করে শ্রমিকরা। শ্রমিকরা বেতন বোনাস না পেয়ে বিকাল তিনটার দিকে ঢাকা – টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে দুইপাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পরে যাত্রীরা। এসময় কালিয়াকৈর শিল্প জোনের পুলিশ সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ সরাবেনা বলে হটাৎ পলিশের উপর লাঠি সুটা ও ইট পাটকেল ছুরতে থাকে এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিক ও পুলিশের সাথে তিন দফায় দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে এতে ৪ পুলিশ সদস্যসহ অত্যন্ত নারীসহ ১০ শ্রমিক আহত হয়। এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িসহ প্রায় ১৫ টি গাড়ি ভাংচুড় করে। পরে সন্ধ্যে ৬:১৫ মিনিটের দিকে যান চলাচল স্বাভাাবিক হয়।
এদিকে কবির হোসেন নামের শ্রমিক জানান, সামনে ঈদ বেতন পাইনি, বোনাস পাইনি, কারখানা বন্ধ। আমরা ৫-৬ হাজার লোক কিভাবে চলবো। এজন্য আন্দোলন করছি। কিন্তু পুলিশ আমাদের বাঁধা দিচ্ছে, পিটাচ্ছে। বেতন বোনাস না পেলে আমরা মহাসড়ক ছাড়বো না।
অপরদিকে রেহেনা বেগম (৩০) নামের নারী শ্রমিক পলিশের লাঠি চার্যে মাথায় আঘাত পায়। ঐ নারী শ্রমিক বলেন আমরা বেতন বোনাসের দাবিতে মহাসড়কে আন্দোলন করেছি কিন্তু পুলিশ আমাদের সাথে ভালো মন্দ কথা না বলেই এলোপাতারি লাঠি চার্জ করে আমাদের মহিলাদের উপর অমানবিক ভাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে, তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরাচ্ছি ঠিক এসময় শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে এত আমাদের নারী পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে।