পুনম শাহগরীয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক তিনটি এলাকায় মঙ্গলবার বিকেলে ১০দিন ব্যাপি সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোউৎসব শুরু হয়েছে।
এলাকাবাসী ও সনাতন ধর্মাম্বলীরা জানান, উপজেলার বলিয়াদি, কালিয়াকৈর বাজার, বোয়ালি এলাকার শত শত সনাতন ধর্মাম্বলীরা শ্রী শ্রী জগন্নাথ মন্দিও (ইসকনের ) আয়োজনে এ মহোৎসব পালন শুরু করেছেন। কালিয়াকৈর বাজার এলাকায় রথটি শত শত ভক্তরা টেনে ইসকন মন্দির হতে কালিয়াকৈর তুরাগ নদী পাড় হয়ে কালিয়াকৈর কালী মন্দিরে প্রদক্ষিণ করেন।
এসময় রথ টান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, বাংলাদেশ হিন্দু পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুমন সাহা, সাধারণ সম্পাদক এস পলাশ সরকার, কালিয়াকৈর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বাবু সুকুমার সাহা ও সাধারণ সম্পাদক পার্থ সরকার প্রমুখ।
সনাতন ধর্মাম্বলীরা জানান, প্রতি বছরের ন্যায় চন্দ্র আষঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এ রথযাত্রা নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাথ ও অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই রথ যাত্রার মধ্য দিয়ে জগতের সার্বিক কল্যাণ সাধন করা হয়। পাপমোচনের একমাত্র মুক্তিলাভ। এই রথ টান অনুষ্ঠিনটি আগামী ৩০ জুন উল্টো টানের মাধ্যমে এই রথ যাত্রার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে।