পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছেন। মিছিলটি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ওই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন রানার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মফিজ উদ্দিন, সহ- সভাপতি বজ গোপাল সাহা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গাজীপুর জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈমুর রহমান নাবিল প্রমুখ।
এসময় বক্তারা অভিলম্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য-কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল বর্তমান সরকারের উন্নয়ন মুলক বিভিন্ন কর্মকান্ডের জনগণের কাছে তুলে ধরে উপজেলা বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ চাক্র করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন শনিবার বিকেলে উপজেলার বোর্ডমিল ঈদগা মাঠ এলাকায় তার সমর্থকদের নিয়ে চা চক্র করতে যান। সেখানে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার সমর্থক ও তার বাবা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আদম আলী ও কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেনের নেতৃত্বে শতাধি লোক লাঠি সোঠা নিয়ে এসে এ নেতার উপর হামলা চালায়। আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের উপর হামলা চালায়।
হামলাকারীদেও হামলায় উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ অন্তত ১০ জন আহত হয়। এঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পক্ষের দোস্ত মোহাম্মদ অপু বাদী হয়ে কালিয়াকৈর থানায় উপজেলাআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারসহ ১৬ একটি অভিযোগ দায়ের করেছেন।