আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের বিভিন্ন কৃষকের বাড়ীতে তালগাছ রোপণ করা হয়। বজ্রপাতের ঝুঁকি কমাতে পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী দেশব্যাপী তালগাছ রোপণের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে সোমবার উপজেলার আটিয়া ইউনিয়নের বিভিন্ন কৃষকের বাড়ীতে তালগাছ রোপণ করা হয়।
সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের সভাপতিত্বে তালগাছ রোপণ উপলক্ষে কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসি সবুজ পৃথিবীর আজীবন সদস্য মনোয়ার মোহাম্মদ। এসময় তালগাছের গুরুত্ব ও বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, কৃষক আরফান মিয়া ও আ: সাত্তার।
এসময় প্রধান অতিথি কৃষকদের বেশী বেশী বৃক্ষ রোপণ করার জন্য বলেন। আলোচনা শেষে কৃষকরা মনের আনন্দে গান পরিবেশন করেন। পরে কৃষকদের মাঝে তালগাছের চারা বিতরণ করা হয়।