আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন নৌকা প্রতিক না পাওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।
শনিবার বিকালে কালিহাতী উপজেলার কুস্তুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে তৃনমূল নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশ অংশ নেন।
বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আকবর হোসেন, নুরুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
প্রতিবাদ সমাবেশ বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন বলেন, দীর্ঘদিন আওয়ামীলীগের সাথে জড়িত।একবার নৌকা প্রতিক পেয়েছিলাম বিজয়ী হয়েছিলাম। কিন্তু এবার কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে নৌকা পাইনি। তাই প্রধানমন্ত্রীর কাছে দাবী যাতে করে পূনরায় বিবেচনা করা হয়।