খুলনা

মধ্যরাতে শেষ হচ্ছে খুলনা সিটি নির্বাচন প্রচারণা, ভোট গ্রহণ প্রচারণা ১২ই জুন

মধ্যরাতে শেষ হতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচার প্রচারণা। ১২ জুন সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। অপরদিকে সময় শেষ হবার পর কোনো প্রকার মিছিল বা প্রচার প্রচারনা চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এদিকে শেষ মুহুর্তে জমে ওঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সারাদিন ব্যাপি প্রচারণার পর সন্ধ্যার পর যতো সময় ঘনিয়ে আসছে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদেও প্রচারনা আরো জোড়ালো হচ্ছে।

এদিকে রিটার্নিং কর্মকর্তা মো: আলাউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার মধ্যরাত থেকে খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ১২ই জুন ৩ হাজার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে প্রতিটি কেন্দ্র থাকবে সিসি ক্যামেরা আওতাভুক্ত।

Image

এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী হয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা প্রতিক),জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল প্রতিক) জাপার শফিকুল ইসলাম মধু (লাঙল প্রতিক), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো: আব্দুল আউয়াল (হাতপাখা প্রতিক), ও স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ড রয়েছে। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১০টি। ১৩ ও ২৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন বিজয়ী হয়েছেন। ২৯টি ওয়ার্ডে শুধু কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৫ জন।এবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোটকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।এছাড়াও নিরাপত্যায় থাকবে পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ র‌্যাব কর্মকর্তারা।

এবারের সিটি নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker