✒ পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় তিতাস গ্যাসের অবৈধভাবে অতিরিক্ত গ্যাসের চুলা ব্যবহার করায় অভিযান চালিয়ে ১১টি রাইজারের অনুমোদন ব্যতিত অতিরিক্ত ১৫০টি ব্যবহারের কারণে ১১টি রাইজার জব্দ ও ৬ জন গ্রাহককে ৫ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ই মে) সকালে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্টেট লাকি দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল এরিয়া ম্যানেজার মোস্তফা মাহবুব, সংযোক ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমান, টেকনিশিয়ান প্রধান নজরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এসময় বৈধ রাইজারে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করায় ১১টি রাইজার জব্দ করে টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
তিতাসগ্যাস র্কমর্কতা মিজানুর রহমান বলেন, বৈধ একটি রাইজারে দুটি চুলা ব্যবহারের কথা থাকলেও সেখানে অবৈধভাবে ৬টি থেকে ৮টি চুলা ব্যবহার করছে। এসব বাসাবাড়িতে তাই খবর পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করে অনুমোদনের চেয়ে বেশি ১৫০টি বাড়তি চুলা ব্যবহারের কারণে ১১ রাইজার জব্দসহ ৫ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।