গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় শিক্ষকের তথ্য গোপন রেখে কেন্দ্র ডিউটি দেওয়ায় কেন্দ্র সচিবকে অব্যাহিত দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (০৭ মে) দুপুরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসন তদন্ত করে প্রমাণিত হওয়ায় ওই কেন্দ্র সচিবকে সোমবার সন্ধ্যায় অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কেন্দ্র গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন কেন্দ্রের সচিব হন। ওই কেন্দ্রে সাতটি বিদ্যালয়ের ৭৩৫ জন এসএসসি পরীক্ষা দিচ্ছে।
প্রতিদিনের মত রোববার সকালে ইংরেজি বিষয় পরীক্ষা চলছিল। এদের মধ্যে ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয় শিক্ষক হুমায়ন কবীরকে তথ্য গোপন রেখে তাকে রোববার সকালে ইংরেজি পরীক্ষার ১০৮ নং কক্ষে ডিউটি দেন।
গোপন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে পাশ করিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের ওৎকোচ গ্রহণ করেন ওই কেন্দ্র সচিব আলকাছ উদ্দিন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ১০৮ নং কক্ষ থেকে ইংরেজি শিক্ষক হুমায়ন কবীরকে বের করে দেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। পরে যাচাইবাছাই প্রমাণিত হলে সোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্র সচিব আলকাছকে অব্যাহতি দেন।
উল্লেখ্য, ২০২২ সালে এসএসসি পরীক্ষায় তথ্য গোপন রেখে কেন্দ্র সচিব হন তিনি। পরে প্রমাণিত হলে ওই কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
কালিয়াকৈর গোলামনবী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আলকাছ উদ্দিনকে মোবাইল ফোনে জানান এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, আপনি ইউনও স্যারের কাছে থেকে শোনেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, ইংরেজি পরীক্ষা চলাকালে গোপনে শুনতে পারি ১০৮ নং কক্ষে ইংরেজি শিক্ষককে ডিউটি দেওয়া হয়েছে। পরে ওই শিক্ষককে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। তবে বিয়ষটি নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছেন কিনা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ওই কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।