গাজীপুরের কালিয়াকৈরে ইবনে আলী ডাক্তার ওরফে মোহাম্মদ আলী চাঁন মিয়ার রচিত “সুখের অন্তরালে” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন, সাহিত্য আড্ডা ও শুভানুধ্যায়ী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ মে) উপজেলার গোয়ালবাথান এলাকায় বেগম সুফিয়া মডেল হাই স্কুলের হলরুমে ডাক্তার মোহাম্মদ আলী চাঁন মিয়ার সভাপতিত্বে ও পৌর ৩ নং ওর্যাড কাউন্সিলর মোয়াজ্জেম হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মোমেন আলী,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম নবী মডেল পাইলট উচ্চ
বিদ্যালয়, আলী হোসেন মোল্লা, পল্লী উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো: শামসুল হক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মজিবুর রহমান বলেন সাহিত্যকে যে ভালবাসে সে দেশ ও মানুষকেও ভালবাসে। তিনি আরো বলেন সে যেকোন ধর্মের হোক না হোক ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আর্দশ, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ যার মধ্যে আছে, সেকখনো খারাপ কাজ করতে পারবে না।
উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক কবি এম তুষারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালেরকণ্ঠের প্রতিনিধি এম, মাহবুব হাসান মেহেদী, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আলহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি, মিশন নাইনটিন নিউজের জেলা প্রতিনিধি পুনম শাহরীয়ার ঋতু ।
আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও কবি ইমারত হোসেন, উপস্থিত ছিলেন জয়দেবপুর দারুস সালাম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন এলাকার ময়মুরুব্বি সহ অন্যান সাংবাদিকবৃন্দ।