গাজীপুরের কালিয়াকৈরে গ্রীন এনার্জিটেক নামক অনুমোদনহীন বিটোমিন অয়েল তৈরির কারখানা থেকে ২ লক্ষ টাকা মূল্যের গজারি বল্লী ও জ্বালানি কাঠ উদ্ধার করেছে বন বিভাগ।
উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া মসজিদ চলা বাজারের পাশে দীর্ঘদিন যাবৎ টায়ার পুড়িয়ে সড়কের কার্পেটিং এর বিটোমিন অয়েল তৈরির করে আসছিল। অনুমোদনহীন (গ্রীন এনার্জিটেক) নামক কারখানা পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে পড়েছিল।
শুক্রবার (৫ই মে ) সকালে বোয়ালি বনবিট কর্মকর্তা অভিযান চালিয়ে অবৈধ এই কারখানা থেকে বিপুল পরিমাণের গজারির বল্লী ও জ্বালানি কাঠ উদ্ধার করেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ঐ কারখানার মালিক আরিফ মিয়া প্রতিদিন রাতের আঁধারে তার লোকজনসহ বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় বনের গজারী গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে। বিটোমিন তৈরির কাঁচামাল হিসেবে পরিত্যক্ত টায়ার ব্যবহার করা হয়। টায়ার পোড়ানোর কারণে দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো ধোঁয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সাথে ফলজ, বনজ, ঔষধি, সবজি ও ফসলের মাঠের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। কারখানার নির্গত দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো ধোয়ায় এলাকাবাসীর জনজীবন অতিষ্ট হয়ে পড়লে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে এলাকাবাসী বিভিন্ন সময় কথা বলেও এ সমস্যার সমাধান হয়নি।
এদিকে বোয়ালী বন বিটের বিট কর্মকর্তা আবু ইউনুস জানান বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন এনার্জিটেক নামক কারখানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণের পরিপক্ক ও অপরিপক্ক গজারির বল্লী ও জ্বালানি কাঠ উদ্ধার করেছি। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা। ঘটনার সাথে জরিত ব্যক্তিদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।