কৃষক আলম হোসেন এবার বোরো মৌসুমে তার নিজ ৫ বিঘা জমিতে ধান ফসল উৎপাদন করেন। এদিকে প্রায় একমাস ধরে আবহাওয়া দিনে অতিরিক্ত তাপমাত্রার ও আর্থিক সংকট থাকায় জমির ফসল কেটে ঘরে তুলতে পারছিলেন না ঐ কৃষক।
খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মনোয়ার হোসেন শাহীন যুবলীগের নেতাকর্মীদের নিয়ে সোমবার (১ মে) সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের আড়াবাড়ী এলাকায় কৃষক আলমের ৫ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
এ সময় যুবলীগ নেতা শাহীন বলেন দেশের লক্ষ লক্ষ অসহায় কৃষকের পাশে সেচ্ছায় কাজ করছে যুবলীগের নেতাকর্মীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলাদেশ নির্মানে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে বাংলাদেশ যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সব সময় কৃষকদের পাশে আছে যুবলীগের নেতার্কমীরা। এর ধারাবাহিকতায় আমাদের উপজেলা যুবলীগের সদস্যদের সাথে নিয়ে এই কৃষকের জমির ধান কেটে দিয়েছি। তাছাড়া মহামাড়ি করোনাকালীন থেকেই কৃষকদের পাশে আছে যুবলীগ। আমরা যখন খবর পাই যে অসহায় কৃষক আলমের জমির ধান কাটা নিয়ে বিপাকে পরেছে। আর্থিক সংকটের কারণে ৫ বিঘা জমির ধান কাটতে পারছেনা এদিকে পাকা ধান গুলোও নষ্ট হবার পথে। এর পরিপ্রেক্ষিতে দলের নেতার্কমীদের নিয়ে ফসল কেটে তার ঘরে তুলে দিয়েছি। এছাড়া সব সময় কৃষকদের পাশে আছে যুবলীগ, ভবিষ্যতেও থাকবে।
ধান কেটে ফসল ঘরে তুলে দেয়ায় যুবলীগের নেতার্কমীদের ধন্যবাদ জানিয়ে কৃষক আলম বলেন ধান কাটতে জনপ্রতি দিতে হয়(দৈনিক হাজিরা) ১০০০ টাকা ।আমি তো গরীব মানুষ আর্থিক সংকটের কারনে ধান কাটতে পারছিলাম না পরে যুবলীগ নেতা শাহীন ঘটনা শুনে তার নেতার্কমীদের নিয়ে বিনামূল্যে আমার ৫ বিঘা জমির ধান কেটে দেন। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এমন সোনার নেতাকর্মী তিনি তৈরি করেছেন যারা কিনা সব সময় গরীবের জন্য কাজ করেন।
ধানকাটা র্কমসূচিতে এসময় আরো অংশ নেয় জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুব আলম ,উপজেলা যুবলীগের সদস্য আবুল কাশেম,আবু তাহের সাইদ মাহমুদ সজিব ,মোঃ আল আমিন ,উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক সালমান ফারশী ,যুবলীগ নেতা মুন্নাসহ আরো নেতার্কমী বৃন্দ।