গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জরুন এলাকায় ডিবিএল গ্রুপের কটন ক্লাব এন্ড কটন ক্লথ বিডি লিমিটেড নামের তৈরি পোষাক কারখানায় সোমবার সকালে গ্যাস লাইনের কমপ্রেসার কক্ষে বিস্ফোরণের ঘটনায় ১২ জন শ্রমিক দগ্ধ হয়েছে। এতে আরো কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
অপদিকে বিষ্ফোরনের ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় আইন প্রশাসনকে ঘটনার বিষয়ে অবগত করেনি বলে অভিযোগ উঠেছে ঐ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কিছু সংখ্যক শ্রমিক কারখানার কম্প্রেসার কক্ষে কাজ করছিল। একই সাথে কম্প্রেসার কক্ষে নতুন ইটের দেয়াল নির্মাণের জন্য নির্মাণ শ্রমিকরাও কাজ করে। এমন সময় সকাল সাড়ে আটটার দিকে কম্পেসার রুমে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানা শ্রমিক, নির্মাণ শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের মধ্যে ২২জন আহত আহত হয়েছেন।
বিকট শব্দের খবর পেয়ে আশপাশের লোকজন ও কাশিমপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে দগ্ধ ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়াও কোনাবাড়ি এলাকায় স্থানীয় দুইটি প্রাইভেট হাসপাতালে আরো ১০ জনকে ভর্তি করা হয়। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ও দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে কতজন আহত হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বার্ণ ইউনিট দগ্ধ অবস্থায় ৫ জন ভর্তি আছে, এছাড়াও ঢাকা মেডিকেলে ৭ জন ভর্তি আছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কারখানা বন্ধ থাকায় গ্যাস লাইনের কম্প্রেসার কক্ষে কিছু নির্মাণ শ্রমিক কাজ করছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ হলে বিকট শব্দ হয় ও কিছু শ্রমিক আহত হয়েছেন তবে সঠিক সংখ্যাটা এখনো জানা সম্ভব হয়নি।