গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা র্পূব পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ৫০ টি কক্ষ ভূসম্মিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে ঐ এলাকার জামাল উদ্দিন ডাক্তার, সোনিয়া বেগম ও কামাল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাঘটে এতে আধাপাকা ও টিনসেট বাড়ির ৫০ টি কক্ষ পুরে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান সন্ধ্যা ৭ টার দিকে সোনিয়া বেগমের টিনসেট বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত পরে মূর্হতে জামাল উদ্দিন ও কামাল উদ্দিন এর বাড়িতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে তিন বাড়ির ৫০ টি কক্ষ পুরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় রাত ৮ টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার ইনর্চাজ সাইফুল আলম বলেন, খবর পেয়ে ২টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাযাবে।