গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের উপর বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ট্রাক ও মাহিন্দ্র মোখুমুখি সংর্ঘষে শিশুসহ দুই নারী যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তানহা হেলথ্ কেয়ার হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড় মনোহারা গ্রামের লিটন মিয়ার স্ত্রী নুরেননেসা বেগম (২৫) ও পাবনা জেলার আটগড়িয়া থানার রাকিব হোসেনের স্ত্রী মীম আক্তার (১৮)। তারা মাহিন্দ্র করে চৌরাস্থা হতে চন্দ্রায় আসছিলেন। এদিকে ঈদ যাত্রায় মহাসড়কে দীর্ঘ যানজট থাকায় উল্টো পথে আসছিলেন এরপর চন্দ্রা থেকে আসা মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে দুইজন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার এসআই খাইরুল ইসলাম।
উল্লেখ্য: মহাসড়কে সরকারী নিষেধাজ্ঞা অমান্যকরে মাহিন্দ্র চলাচলের কারণে গত বছর ঈদে ঠিক একই স্থানে মাহিন্দ্র সড়ক দূর্ঘটনা ৪ জন নিহত হয়।