গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার তানহা হাসপাতালে কোন প্রকার অস্ত্রোচার ছাড়াই নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম দিয়েছেন শরিফা বেগম নামের এক নারী। এদের মধ্যে দুইজন ছেলে ও একজন কন্যা শিশু। অপরদিকে মা ও সন্তানেরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
মনির হোসেনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিখালী এলাকায়। সে চন্দ্রা পল্লীবিদুৎ এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। এটাই তাদের প্রথম সন্তান।
শিশুর পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে হটাৎ ঐ নারীর প্রসব ব্যাথা হলে সফিপুর তানহা হেলথ্ কেয়ার হাসপাতালে রুটিন মাফিক চেক আপ করার জন্য আনলে পরিস্থিতি ভালো হওয়ায় বিনা অস্ত্রোপচার ছাড়াই নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নেয় পরিবার। পরে সকাল ৯:৪০ মিনিটে প্রথম সন্তান, ৯:৪৭ মিনিটে দ্বিতীয় সন্তান ও ৯:৫৫ মিনিটে তৃতীয় সন্তানের জন্ম হয়। এতে ঐ পরিবারের সবাই বেশ খুশি।
তিন সন্তানের পিতা হলেন, উপজেলার চান্দরা পল্লী বিদুৎ এলাকার মনির হোসেন। মনির হোসেন স্থানীয় তৈরি পোষাক কারখানার শ্রমিক।
এ ঘটনায় মনির হোসেন বলেন, তিন শিশু জন্মে আমরা বেশ আনন্দিত। তবে শিশুদের নিরাপত্তার স্বার্থে কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানহা হাসপাতালের ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, সকালে ঐ নারীকে চেকআপ করার জন্য আনলে হাসপাতালে নরমাল ডেলিভারিতে তিন শিশুর জন্ম হয়। এতে মা সন্তান উভয়েই সুস্থ আছেন। তবে ভালো চিকিৎসার জন্য তিন শিশুকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে আইসিউতে রাখা হয়েছে।