গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার সার্বজনীন কেন্দ্রীয় মন্দির মাঠ প্রাঙ্গনে ৪৪ তম বার্ষিক চড়ক পূঁজা উদযাপিত হয়েছে।
বাংলা বছরের শেষ চৈত্র সংক্রান্তীর মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সারাদেশের ন্যায় কালিয়াকৈরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ এ চড়ক পূঁজা উদযাপিত হলো। কালামপুর হিন্দুরা চড়ক পূঁজার আয়োজন করেন।
এদিকে চড়ক পূজার বিশেষত্ব হিসেবে খালি পায়ে ভক্তরা হাঁটাচলা, মুখে বরশি, মাটির নিচে বিভিন্ন আঙ্গিকে পা, মাথা, বুক ঢেকে রাখাসহ পিঠে বিশাল আকারের বরশি গেথে চড়ক গাছে ঝুলে থাকে। এসব দেখতে দুর দুরান্ত থেকে প্রচুর সংখ্যক লোক ভীর জমান মন্দিও মাঠে।
বাদল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে চড়ক পূঁজায় উপস্থিত ছিলেন, কোচ সম্প্রদায়ের নেতা ঊষা রঞ্জন কোচ, উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমিত কুমার বর্মন। উপস্থিত ছিলেন মহল্লা নেতা বাপ্পি সহ দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থী বৃন্দ।