গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই এ্যালমুনিয়াম কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে ৪.৩০ মিনিটের দিকে কারখানার ব্লোয়ার মেশিনের ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ২ ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় বিকেল ৫ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি।