গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, কালিয়াকৈর পৌর শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় সুফিয়া মডেল হাই স্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়কসহ সম্পাদক মো: হুমায়ূন কবির খান, এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমানসহ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার, কালিয়াকৈর পৌর যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেন, কালিয়াকৈর উপজেলা যুব দলের আহ্বায়ক মো: তপন খান, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ইরফান আলী গার্ডেন।
উপস্থিত ছিলেন কালিয়াকৈর কলেজ ও পৌর ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।