কিশোরগঞ্জের হোসেনপুরে ৪২ পিস ইয়াবাসহ কাজল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে কাজল মিয়াকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। কাজল মিয়া উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কাজল মিয়াকে গ্রেফতার করে। পরে তার কাছে ৪২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। কাজল মিয়া এর আগে, ২০২১ সালে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন।
হোসেনপুর থানার ওসি মো: আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেন।