গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মৌচাক ছাত্রদল। এসময় ৭ নেতা র্কমীকে ককটেল সহ আটক করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে উপজেলার মৌচাক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা কর্মীরা এসময় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে। অপরদিকে পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এসময় তাদের কাছ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা পবিত্র রমজান মাসে মহাসড়কে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করে অরাজকতার সৃষ্টি করার উদ্দেশ্যে মূলত তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেছিল এছাড়া জনসাধারণের নিরাপত্তার স্বার্থে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়া হয়।
আটককৃতরা হলেন উপজেলার রতনপুর এলাকার কাদের মোল্লার ছেলে শরিফ হোসেন (২৪) ,মৌচাক উত্তরপাড়া এলাকার কাসেম মিয়ার ছেলে সুলতান মাহমুদ (২৪), জুগির চালা রহমতের গেট এলাকার হিরন মিয়ার ছেলে সজীব হোসেন (২১), সিরাজগঞ্জের চৌহালী থানার মুরাদপুর এলাকার ইউসুফ আলী ছেলে বাসার মিয়া (২২), যোগীর চালা রহমতের গেট এলাকার মকবুল দেওয়ানের ছেলে রতন দেওয়ান (৩৪), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার বিলকুড়িচর এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত হোসেন (১৮),ধোপাচালা আফতাব র্ফাম এলাকার সোহেল হোসেনের ছেলে ইউসুফ আলী(১৮) ।পরে আটককৃত ব্যক্তিদের কালিয়াকৈর থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানার ইনচার্জ আকবর আলী খান তিনি আরো বলেন রমজান মাসে মহাসড়কে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল নাম করে নাশকতা সৃষ্টি করতে চেয়েছিল তাদের কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ।