গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসায়ী মিজানুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২৪ মার্চ শুক্রবার বিকালে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় আড়াইগঞ্জ বাজারে তাকে বেধরক মারধর করে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার দিন রাতেই নিহতদের স্ত্রী অন্তরা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত দোষীরা। পুলিশ দোষীদের গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছে। এ হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। মানববন্ধনে নিহতের স্ত্রী অন্তরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, যারা আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসী চাই।
উল্লেখ্য: মাটি ব্যবসার কথা বলে নিজ বাড়ি থেকে নুর ইসলাম নামের ব্যক্তি ডেকে নিয়ে যায় স্থানীয় আড়াইগঞ্জ বাজার এলাকায়। পরে আগে থেকে উৎ পেতে থাকা আনোয়ারের নেতৃত্বে লতিফ, আলিম মিয়া, খোকন মিয়া, শরিফ, জসিম উদ্দিন, ফরিদুলসহ অঞ্জাত আরো ১০-১২ জন মিজানের উপর হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা হাতুড়ি, দা, লাঠি সোঠা নিয়ে হামলা চালিয়ে মারাত্বক ভাবে আহত করে। পাশে খেলনা পিস্তল ও রামদা রেখে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে। পরে মিজানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।